আজ (০৯ মে, ২০২৩) গ্রাম বিকাশ কেন্দ্র প্রধান কার্যালয়ে দলিত জাতিগোষ্ঠির মেধাবী শিক্ষার্থী শীবা বাসফোড়-কে চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য আর্থিক সহায়তা বাবদ ২,১২,২৫০ টাকার চেক এবং একটি ল্যাপটপ প্রদান করেন জিবিকে এর প্রধান নির্বাহী জনাব মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম তৌহিদ, সিনিয়র মহা-ব্যবস্থাপক জনাব মুহাম্মদ হাসান খালেদ, জিবিকে এর উপ-প্রধান নির্বাহী জনাব আমিনুল ইসলাম, পরিচালক জনাব অসীম রাউতসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শীবা বাসফোড় ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জিবিকে পরিচালিত HOME (Holistic Opportunities for Meritorious students Education) এ অবস্থান করে হলদীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে। অত:পর হলদীবাড়ী মাধ্যমিক বিদ্যা নিকেতন থেকে সপ্তম ও অষ্টম শ্রেণি এবং পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ২০১৬ সালে এসএসসি ও ২০১৮ সালে এইচএসসি পাশ করে।
দলিত জাতিগোষ্ঠির শিশুদের তখন কোন স্কুলেই ভর্তি নেওয়া হতোনা; তারা যেন সরকারি স্কুলে অন্যান্য শিশুদের সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে লক্ষ্যেই জিবিকে HOME এর আওতায় ৫০ জন শিশুকে বিনামুল্যে থাকা, খাওয়া, টিউশন ফি এবং পোশাক প্রদান করে। এরই ধারাবাহিকতায় বাবুপাড়া হরিজন কলোনী থেকে দলিত জাতিগোষ্ঠির শীবা বাসফোড়ই প্রথম এসএসসি ও এইচএসসি পাশ করে এবং দেশের বাইরে চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি পেয়ে অধ্যয়নের সুযোগ পায় । শীবা বাসফোড় মাইক্রো-ইলেকট্রনিক্স বিষয়ে ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালে ভর্তি হয় কিন্তু এরপরই করোনার কারণে অনলাইনের মাধ্যমেই সে ০৬ টি সেমিষ্টার পাশ করে। এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন সে বাকি পড়াশোনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করে সম্পন্ন করবে।