আজ (০৯ মে, ২০২৩) দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বাসুদেবপুরে গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক কৃষক সমাবেশ এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী আয়োজন করা হয়। জিবিকে এর প্রধান নির্বাহী জনাব মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম তৌহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সিনিয়র মহা-ব্যবস্থাপক জনাব মুহাম্মদ হাসান খালেদ, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মো. এনামুল হক, জিবিকে এর উপ-প্রধান নির্বাহী জনাব আমিনুল ইসলাম, পরিচালক জনাব অসীম রাউত, সহকারী পরিচালক জনাব রেজাউল আহসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব আব্দুস সালাম সহ এলাকার কৃষকবৃন্দ। সম্মানিত অতিথিবৃন্দ কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে নিকটবর্তী ধানক্ষেতের ধানকাটা পরিদর্শন করেন। এবং সমাবেশ শেষে জনাব আনোয়ার হোসেন এর কৃষিযন্ত্র তৈরির কারখানা পরিদর্শন করেন।
শুরুতেই গ্রাম বিকাশ কেন্দ্র এর সহযোগী প্রতিষ্ঠান হাবড়াস্থ জি-এগ্রো সলিউশনস এ অতিথিবৃন্দকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জিবিকে এর প্রধান নির্বাহী জনাব মোয়াজ্জেম হোসেন এবং জিবিকে এর কার্যক্রম পরিদর্শনের জন্য অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।