আজ (০৯ মে, ২০২৩) গ্রাম বিকাশ কেন্দ্র প্রধান কার্যালয়ে দলিত জাতিগোষ্ঠির মেধাবী শিক্ষার্থী শীবা বাসফোড়-কে চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য আর্থিক সহায়তা বাবদ ২,১২,২৫০ টাকার চেক এবং একটি ল্যাপটপ প্রদান করেন জিবিকে এর প্রধান নির্বাহী জনাব মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম তৌহিদ, সিনিয়র মহা-ব্যবস্থাপক জনাব মুহাম্মদ হাসান খালেদ, জিবিকে এর উপ-প্রধান নির্বাহী জনাব আমিনুল ইসলাম, পরিচালক জনাব অসীম রাউতসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শীবা বাসফোড় ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জিবিকে পরিচালিত HOME (Holistic...
সভার শুরুতে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল জিবিকে সংগ্রহশালা ঘুরে দেখেন এবং এধরনের মুল্যবান ও বিলুপ্তপ্রায় সামগ্রী সংরক্ষনের জন্য গ্রাম বিকাশ কেন্দ্র কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমন্বয় সভা শেষে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিবিকে সিডিএল এ দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত অতিদরিদ্র পরিবারের ৮০ জন শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় সহায়তার লক্ষ্যে জনপ্রতি এককালীন ১২,০০০/- (বার হাজার ) টাকার বিশেষ শিক্ষাবৃত্তির চেক বিতরন করেন। পিকেএসএফ এর সহায়তায় এবং গ্রাম বিকাশ কেন্দ্র জিবিকে এর আয়োজনে উক্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবিকে এর...