গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এসইপি প্রকল্পের পরিবেশ বান্ধব উপায়ে গরু মোটাতাজাকরণ উপ-প্রকল্প

গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এসইপি প্রকল্পের পরিবেশ বান্ধব উপায়ে গরু মোটাতাজাকরণ উপ-প্রকল্প ১৬/০৫/২০২৩ ইং তারিখে পরিদর্শন করেন জনাব এ কে এম জহিরুল হক-সহকারী মহাব্যবস্থাপক ও উপ-প্রকল্প সমন্বয়কারী( এসইপি), জনাব আবু হায়াদ মোঃ রাহাত হোসেন-ব্যবস্থাপক ও সহকারী-প্রকল্প সমন্বয়কারী (এসইপি) এবং জনাব অনামিক অনি খান-প্রোগ্রাম অফিসার, পিকেএসএফ। 

দিনাজপুর জেলায় পার্বতীপুর উপজেলায় উপ-প্রকল্পের আওতায় পরিবেশ সম্মত উপায়ে গরু মোটাতাজাকরণ খামার, কম্পোষ্ট পিট, বাজার উন্নয়ন হিসাবে স্বাস্থ্যকর টয়লেট, ডিজিটাল ওয়েট মেশিন ও রাম্প, বায়োগ্যাস প্লান্ট, কমিউনিটি ড্রেনেজ সিস্টেম ও চপার মেশিন পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জিবিকে এর উপ-প্রধান নির্বাহী জনাব আমিনুল ইসলাম , পরিচালক-কার্যক্রম জনাব অসীম রাউত সহ উপ- প্রকল্প টিম।

Related Post

Recent Posts

Join the world’s biggest family

Subscribe

STAY INFORMED. Subscribe to our newsletter.