• +8801713163508
  • hra@gbk-bd.org
  • Job Context

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)'র সনদপ্রাপ্ত (যার সনদ নং-০১২৭১- ০১০১৬-০০১৮৩) বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) দেশের রংপুর ও রাজশাহী বিভাগের ০৫টি জেলায় অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)'র সহায়তায় জিবিকে পরিচালিত মাইক্রোফাইন্যান্স কর্মসুচীর জন্য নিম্নোক্ত পদসমূহে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

  • Job Responsibility

    ----

  • Educational Requirement

    কমপক্ষে বি.কম পাশ

  • Experience Requirement

    ---

  • Additional Requirement

    ১. উক্ত প্রার্থীকে সংস্থা হতে ০২ মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ ফি বাবদ ৩,০০০ (তিন হাজার) টাকা জমা করে প্রশিক্ষণ গ্রহন করবে।

    ২. শাখা পর্যায়ে প্রশিক্ষনার্থীদের থাকার ব্যবস্থা করা হবে এবং খাওয়া খরচ প্রশিক্ষনার্থী নিজে বহন করবে।

    ৩. প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষনার্থীকে সংস্থা হতে প্রতি মাসে থোক ৫,০০০ (পাঁচ হাজার) টাকা ভাতা প্রদান করা হবে।

    ৪. প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত এবং উত্তীর্ণরাই শুধুমাত্র সংস্থার শূন্যপদ সাপেক্ষে প্যানেলে ভিত্তিতে পর্যায়ক্রমে চুড়ান্ত নিয়োগ পাবে।

    ৫. প্রশিক্ষণ কালীন সময়ে মোট ১৫০ নম্বরের মুল্যায়ন হবে; কমপক্ষে ৭০% নম্বর না পেলে সে অনুত্তীণ হিসাবে গন্য হবে।

    ৬. অকৃতকার্যদের নিয়োগ প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান বাধ্য থাকবে না।

    ৭. নিয়োগ বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা গ্রাম বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।


  • Others Benefits

    সহকারী শাখা ব্যবস্থাপক পদে চুড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে নিম্নোক্ত সুযোগ সুবিধা প্রযোজ্য হবেঃ

    সহকারী শাখা ব্যবস্থাপক পদের জন্য শিক্ষানবীশকাল ০৬ মাস। শিক্ষানবীশকাল মাসিক বেতন ২৪,০০০/-টাকা এবং শিক্ষানবীশকাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে সহকারী শাখা ব্যবস্থাপক পদে বেতন ৩১,০০০/-টাকাসহসংস্থার নিয়মানুযায়ী প্রচলিত সুবিধাদি (বার্ষিক ০২টি উৎসব বোনাস, পিএফ, গ্রাচুইটি, মোবাইল বিল, জ্বালানী বিল, বৈশাখীভাতা) প্রাপ্য হবেন। প্রার্থীর নিজস্ব মটর সাইকেল থাকা বাধ্যতামূলক।


    আরো উল্লেখ্য যে, সাক্ষাতকারের সময় মূল সনদপত্র সমূহ দেখাতে হবে। চাকুরীতে যোগদানের সময় এক মাসের বেতন সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহন করতে হবে। কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।


    নিয়ম ও শর্তাবলী: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্যতোলা ৩ কপি পিপি সাইজের ছবি, মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর-এইচআরএন্ড এ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ, বরাবরে সরাসরি অথবা ডাক/কুরিয়ার যোগে আগামী ১৬/১১/২০২৪ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে। ই-মেইল-আবেদনপত্র গ্রহনযোগ্য নহে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য আহবান করা হবে। খামে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা গ্রাম বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।


Dead Line Expired

Jobs Information

  • Company Name

    গ্রাম বিকাশ কেন্দ্র
  • Job Position

    25
  • Job Type

    full time
  • Salary

    ২৪,০০০
  • Job Location

    রংপুর ও রাজশাহী বিভাগের ০৫টি জেলায়
  • Deadline

    16 Nov 2024

Join the world’s biggest family

Subscribe

STAY INFORMED. Subscribe to our newsletter.